আগে প্রস্তাব না দিয়ে জাদেজা ও সুন্দর যখন সেঞ্চুরি ছোঁয়ার কাছে, স্টোকস তখন কেন ড্রয়ের আলাপ আনেন এবং জাদেজাকে কথার খোঁচা দেন— এটা নিয়ে ভীষণ ক্ষুব্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা।
রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে নিউজিল্যান্ড শেষ ৭ উইকেট হারাল ৭৬ রানে। এরপর শেষ বিকালে ৮ বলের মধ্যে ৩ উইকেট পড়ায় উবে গেল ভারতের স্বস্তি।