‘স্টোকস তার সম্মান হারিয়ে ফেলেছে’

ম্যাচের ফল ড্র হওয়া তখন নিশ্চিত। এমন উত্তাপহীন সময়ে নাটকীয়তা তৈরি হয় বেন স্টোকসের 'হ্যান্ডশেক'-এর প্রস্তাব নিয়ে।
'হ্যান্ডশেক' করে ড্র মেনে নিয়ে খেলা শেষ করার আহ্বানে সাড়া দেননি রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ভারতের দুই ব্যাটার সেসময় ছিলেন ব্যক্তিগত মাইলফলকের দ্বারপ্রান্তে। জাদেজা ৮৯ ও সুন্দর ৯০ রানে ব্যাট করছিলেন।
স্টোকসের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়া নিয়ে তৈরি হয় উত্তেজনা। জাদেজার সঙ্গে ইংল্যান্ডের অধিনায়কের পাশাপাশি কথার লড়াইয়ে জড়ান বেন ডাকেট ও জ্যাক ক্রলি।
শেষমেশ ড্র মেনে নেওয়ার আগে আরও ৫ ওভার ব্যাট করে ভারত। জাদেজা সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন ১০৭ রানে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়ে সুন্দর করেন অপরাজিত ১০১ রান।
গতকাল রোববার ম্যানচেস্টার টেস্টের শেষ দিনে ঘটা ওই ঘটনা জন্ম দিয়েছে তর্ক-বিতর্কের। আগে প্রস্তাব না দিয়ে জাদেজা ও সুন্দর যখন সেঞ্চুরি ছোঁয়ার কাছে, স্টোকস তখন কেন ড্রয়ের আলাপ আনেন এবং জাদেজাকে কথার খোঁচা দেন— এটা নিয়ে ভীষণ ক্ষুব্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা।
প্রাক্তন ব্যাটার মোহাম্মদ কাইফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, 'ওই একটি মুহূর্তের মাধ্যমে স্টোকস তার সম্মান হারিয়ে ফেলেছে, যখন সে খেলা আগেভাগে শেষ করতে চেয়েছিল।'
তিনি যোগ করেন, 'ভারতকে অলআউট করার জন্য প্রায় দুই দিন (মূলত পাঁচটি সেশন) ছিল তোমাদের (ইংল্যান্ডের) হাতে। তোমরা জিততে পারোনি। "হ্যান্ডশেক" করার প্রস্তাবের মাধ্যমে তুমি (স্টোকস) আসলে কি অর্জন করতে চেয়েছিলে?'
ভারতীয় গণমাধ্যম জিওস্টারের একটি অনুষ্ঠানে সাবেক ওপেনার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, 'স্টোকস একজন বখে যাওয়া ছেলের মতো আচরণ করেছে। জাদেজা ও সুন্দর টানা কয়েক ঘণ্টা ব্যাট করেছে। তারা যখন সেঞ্চুরির কাছে, তখন কোনো অবস্থাতেই (অমন প্রস্তাব) তারা মেনে নিতে পারে না।'
প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, 'তোমার (স্টোকস) হতাশা আমাদের মাথাব্যথা হতে পারে না। ক্রিকেট এভাবে খেলা হয় না। এগুলো টেস্ট ম্যাচের রান। সেঞ্চুরি আদায় করে নিতে হয়, কেউ উপহার দিয়ে যায় না।'
দ্বিতীয় ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকা ভারত পঞ্চম দিনে মাঠে নামে ২ উইকেটে ১৭৪ রান নিয়ে। লোকেশ রাহুল ও অধিনায়ক শুবমান গিল যখন সাজঘরে ফেরেন, তখন তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২২২।
দিনের বাকিটা সময়ে ধৈর্য, দৃঢ়তা ও দক্ষতা দেখান জাদেজা ও সুন্দর। ইংল্যান্ডের বোলারদের আক্ষেপে পুড়িয়ে পঞ্চম উইকেটে গড়েন অবিচ্ছিন্ন ২০৩ রানের জুটি। ফলে চোখের কোণে থাকা হারের ক্ষীণ সম্ভাবনা উড়িয়ে ড্র করে সিরিজে টিকে আছে দলটি।
পাঁচ ম্যাচ সিরিজের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। পঞ্চম ও শেষ টেস্ট আগামী ৩১ জুলাই ওভালে শুরু হবে।
Comments