মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি। কড়া মন্তব্যে এই ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছেন বার্সেলোনা তারকা রাফিনিহা।
বিরতির আগে স্বাগতিকদের পক্ষে জাল খুঁজে নেন আন্দ্রেয়াস ক্রিস্তিয়ানসেন, রবার্ত লেভানদভস্কি ও রাফিনহা। বিরতির পর সফরকারীদের গিদো রদ্রিগেজ দুর্ভাগ্যক্রমে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন।
নেইমার, ভিনিসিউস জুনিয়ররা গোল করার পর প্রায়ই উদযাপনের জন্য বেছে নেন নাচকে। মজাদার সব ভঙ্গীতে শরীর দুলিয়ে দর্শকদের আনন্দ দেন তারা। ঐতিহাসিকভাবেই ভিন্ন ভিন্ন সব নাচের জন্য বেশ সুখ্যাতি রয়েছে ব্রাজিলের।