বিপিএলের সূচিতে আবার বদল
আরও একবার পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সময়সূচী। প্রথম ঠিক হয়েছিল ২ নভেম্বর শুরু হবে পঞ্চম আসর। পরে একদিন পিছিয়ে তারিখ দেওয়া হয় ৩ নভেম্বর। সোমবার বিসিবি জানিয়েছে টি-টোয়েন্টি আসর শুরু হবে ৪ নভেম্বর থেকে। তবে দিন তারিখ বদলালেও বদলায়নি ভেন্যু। নতুন ভেন্যু সিলেটেই হবে উদ্বোধনী ম্যাচ।
বিসিবি জানায়, ৪ নভেম্বর স্বাগতিক সিলেট সিক্সার্স ও গেলবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচ সহ আটটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
১১ নভেম্বর ঢাকায় আসবে বিপিএল। প্রথম দফায় মিরপুরে খেলা হবে ১৬টি। ২৪ নভেম্বর আরেক ভেন্যু চট্টগ্রামে হবে ধুমধাড়াক্কা আসর।
৩ ডিসেম্বর চট্টগ্রাম ঘুরে ঢাকায় ফিরে আসবে বিপিএল। ফাইনাল সহ বাকি সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
Comments