চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম দৌড়ান মেসি-নেইমার-এমবাপেরা

ছবি: রয়টার্স

গত প্রায় এক দশক ধরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম শিরোপাপ্রত্যাশী হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে এবার এমন এক পরিসংখ্যান এলো সামনে, যা তারকাবহুল ফরাসি ক্লাবটির জন্য বিব্রতকর! চলমান চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দলের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম দৌড়েছেন মেসি-নেইমার-কিলিয়ান এমবাপেরা!

স্প্যানিশ গণমাধ্যম মার্কা মঙ্গলবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইতালিয়ান পরাশক্তি জুভেন্তাসের বিপক্ষে দৌড়ানোর হিসাবে পিছিয়ে ছিল প্যারিসিয়ানরাই। পার্ক দে প্রিন্সেসের সেই ম্যাচে তারা মোট দৌড়েছিলেন ১০০.২ কিলোমিটার। এরপরের ম্যাচগুলোতে অবশ্য কিছুটা বেশি দৌড়েছেন পিএসজির ফুটবলাররা। তবে পরিসংখ্যানের বিচারে তা খুবই নগন্য।

ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারানোর ম্যাচে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা দৌড়ায় ১০৫.৩ কিলোমিটার। সবশেষ ম্যাচে পর্তুগালের দল বেনফিকার সঙ্গে আরও বেশি ঘাম ঝরান মেসি-নেইমার-এমবাপেরা। সেই ম্যাচে ১০৯.৪ কিলোমিটার ছোটে পিএসজি। সব মিলিয়ে গড়ে প্রতি ম্যাচে তারা দৌড়েছে ১০৪.৬ কিলোমিটার।

এতো গেল চলতি মৌসুমের পরিসংখ্যান, গত মৌসুমেও একই হাল ছিল পিএসজির। শেষ ষোলোতে জায়গা করে নেওয়া দলগুলোর মধ্যে দৌড়ের বিচারে সেবারও সবার পিছনে ছিল ফরাসি জায়ান্টরা। পিএসজির এখনও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে না পারার পিছনে তাদের ফুটবলারদের দৌড়ানোর অনীহার ভূমিকাও দেখছেন নিকোলাস দিওন।

ডাটা বিশেষজ্ঞ ও ফরাসি ক্লাব সেইন্ট এতিয়েন, নিস ও রেঁনের সাবেক এই ফিটনেস কোচ ফরাসি গণমাধ্যম লেকিপকে বলেন, 'বিগত চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমগুলোর পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে চ্যাম্পিয়ন দলগুলো টেকনিকের পাশাপাশি শারীরিকভাবেও যথেষ্ট শক্তিশালী। বড় দলগুলো প্রতি ম্যাচে গড়ে ছুটে থাকে ১১৫ থেকে ১২০ কিলোমিটার। শেষ ১০ বছরে এমন কোনো চ্যাম্পিয়ন দল খুঁজে পাওয়া কঠিন যারা এর চেয়ে কম দৌড়েছে।'

পিএসজির এই দৌড় স্বল্পতার পিছনে দিওন আরও একটি কারণ খুঁজে পেয়েছেন। রক্ষণভাগে মাত্র তিন জন খেলানোকেই দুষছেন তিনি, 'যখন একটা দল তিন জনকে পেছনে রেখে খেলে, তারা মাঝমাঠের সামঞ্জস্য হারিয়ে ফেলে। ফলে মোট দৌড়ের পরিমাণ কমে আসে।'

Comments

The Daily Star  | English

Israel lifts air raid warnings, says intercepted 'most' Iran missiles

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

11h ago