ঢাবি ভিসির বাসভবনের সামনে ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেসময় ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দেয় তারা।
ঢাবি প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনা শুনে আমরা পুলিশকে খবর দিয়েছি।'
এর আগে গত ১৬ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
Comments