যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে আইডিপি এডুকেশনের মিট-আপ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ে মিট-আপ আয়োজন করছে আইডিপি এডুকেশন বাংলাদেশ।

আগামী ৫ আগস্ট (শনিবার) ঢাকার গুলশানের রেনেসান্স হোটেলে তা আয়োজিত হবে।

এক বিজ্ঞপ্তিতে আইডিপি এডুকেশন বাংলাদেশ বলেছে, আইডিপি এডুকেশন বাংলাদেশ একটি বহুজাতিক প্রতিষ্ঠান, যারা আইইএলটিএস পরীক্ষার কো-ওউনার ও একইসঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করে থাকে কোনোরকম সার্ভিস ফি ছাড়াই। আইডিপি এডুকেশন মূলত অস্ট্রেলিয়ান কোম্পানি, যারা বিগত ৫০ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড নিয়ে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এই ইনটেকে তাদের সবচেয়ে বড় আয়োজন ইউকে ও ইউএসএর প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি নিয়ে রেনেসান্স হোটেলে ৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইউকের রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয়ও এই আয়োজনে অংশগ্রহণ করবে।

'শিক্ষার্থীরা অন-স্পট অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন-স্পট অফার ইন প্রিন্সিপালও (আইডিপি ফাস্ট লেন) পেতে পারেন। আর স্কলারশিপ সুবিধা তো থাকছেই।'

আয়োজনের জন্য 'https://bangladesh.idp.com/gvAAq9' লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে কিংবা অফিস চলাকালীন 09666782782 নম্বরে ফেন করতে হবে। তাদের গুলশান, ধানমন্ডি, চট্টগ্রাম ও সিলেট অফিস সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago