ঢাবিতে ছাত্রলীগের অবস্থান

মারধরের পর ৫ ‘ছাত্রদল’ নেতাকর্মীকে থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশের সময় ৫ ‘ছাত্রদল’ নেতাকর্মীকে মারধরের পর থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷ তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি৷
ছাত্রলীগ
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে অবস্থান নেয় ছাত্রলীগ। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশের সময় ৫ 'ছাত্রদল' নেতাকর্মীকে মারধরের পর থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷ তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি৷

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রদল সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।'

আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের নিচে অবস্থান নিয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতাকর্মীরা৷

এ ছাড়া, নীলক্ষেত মোড়, পলাশী, শহীদ মিনার, কার্জন হল, শাহবাগ, টিএসসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের অবস্থান নিতে দেখা গেছে৷

ছাত্রলীগ
ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড় দিয়ে প্রবেশের সময় কয়েকজনের পথরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা৷ সে সময় তাদের মোবাইল ফোন তল্লাশি করা হয়।  তাদের ছাত্রদল করার সংশ্লিষ্ট পেয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ৷ 

স্যার এ এফ রহমান হলের সভাপতি রিয়াজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, '৫ ছাত্রদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে চেষ্টা করলে তাদের ধরে আমরা হালকা মারধর করে পুলিশে সোপর্দ করেছি৷'

একই হলের সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন বলেন, 'মোবাইল ফোন চেক করে আমরা নিশ্চিত হয়েছি যে, তারা ছাত্রদল করে৷ পরে পুলিশে সোপর্দ করেছি৷'

নুর মোহাম্মদ আরও বলেন, 'ছাত্রদল নেতা সন্দেহে ৫ জনকে থানায় আটক রয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ অপরাধমূলক কাজে জড়িত থাকার কোনো তথ্য না পেলে ছেড়ে দেওয়া হবে।'

গত পরশু নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে বিশ্ববিদ্যালয়ে চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়৷

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, 'ক্যাম্পাসে প্রবেশের কোনো সাংগঠনিক নির্দেশনা আমাদের নেই৷'

Comments

The Daily Star  | English

Social safety net to get wider and better

A top official of the ministry said the government would increase the number of beneficiaries in two major schemes – the old age allowance and the allowance for widows, deserted, or destitute women.

4h ago