ইডরা চেয়ারম্যান মোশাররফ হোসেনের পদত্যাগ

মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ইডরা) চেয়ারম্যান এম মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা।

সূত্র জানিয়েছে, মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ৩০টি ব্যাংক হিসাবে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪০ কোটি টাকা লেনদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

২০১৮ সালের মে'তে ইডরার সদস্য হিসেবে নিয়োগ পাওয়া মোশাররফ ২ বছর পর ২০২০ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার ২ বছরের কম সময়ে তিনি পদত্যাগ করলেন।

এ বিষয়ে জানতে মোশাররফ হোসেনকে ফোন করলে তিনি মিটিংয়ে আছেন উল্লেখ করে পরে কথা বলবেন বলে হোয়াটসঅ্যাপে জানান।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago