ইভ্যালিতে বিনিয়োগ করবে না যমুনা গ্রুপ

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিতে বিনিয়োগের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যমুনা গ্রুপ।
আজ মঙ্গলবার যমুনা গ্রুপের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
যমুনা গ্রুপের পরিচালক (বিপণন, বিক্রয় ও পরিচালনা) মোহাম্মদ আলমগীর আলম ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে আমরা ইভ্যালিতে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছিলাম। কিন্তু ইভ্যালির সম্পদ ও দায়, ব্যবসা, বিপণন এবং বিক্রয় কৌশল গভীরভাবে বিশ্লেষণ ও পরীক্ষা করে বিনিয়োগের পরিকল্পনা থেকে আমরা সরে এসেছি।'
ফেসবুক পোস্টে আলমগীর আলম লিখেছেন, 'সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সম্মৃদ্ধির নিশ্চয়তা ছাড়া এবং কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পূঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ছাড়া ব্যবসায়িক খাতে কয়েক কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।'
পোস্টে আরও উল্লেখ করেন, 'অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার ও অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়। এটি কারো অনুরোধে ঢেকি গেলার বিষয় নয়। অন্য কোনো কোম্পানির কোনো অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।'
আগস্টের শেষের দিকে যমুনা গ্রুপ বলেছিল, তারা ইভ্যালির দায়ের পরিমাণ নির্ধারণের জন্য নিরীক্ষা করছে।
এর আগে আলমগীর বলেছিলেন, 'নিরীক্ষা সম্পন্ন হলে যমুনা গ্রুপ বিনিয়োগের বিষয়ে তার সিদ্ধান্ত এবং বিস্তারিত কর্মপদ্ধতি যথাসময়ে গণমাধ্যমের সামনে প্রকাশ করবে।'
এ বছরের ১৫ জুলাই ইভ্যালি বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছিল, তাদের ৫৪৩ কোটি টাকা ঋণ আছে। যার মধ্যে ৩১১ কোটি টাকা দুই লাখেরও বেশি ভোক্তার কাছে এবং ২০৬ কোটি টাকা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। এর পরেই ইভ্যালি জানায় যে, যমুনা গ্রুপ তাদের ব্যবসায় বিনিয়োগ করবে।
Comments