‘উচ্চ মূল্যস্ফীতির চাপে মানুষ বিপর্যস্ত’
আগামী অর্থবছরের বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতির লাগাম টানার ওপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি আয়োজিত এক সভায়।
আজ রোববার এই অনলাইন আলোচনা সভায় প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, কারণ তাদের আয় সেই গতিতে বাড়েনি।'
তিনি আরও বলেন, 'আগামী বাজেটে প্রথমে জোর দিতে হবে কর্মসংস্থান সৃষ্টির উপর। কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বেসরকারি খাত কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে ও কি পরিমাণ উদ্যোক্তা তৈরি হবে তা বাজেটে পরিষ্কারভাবে বলা থাকবে হবে।'
'মানুষকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাতে সরকার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের খোলা বাজারে জিনিসপত্র বিক্রির অপারেশনের আওতা বাড়াতে পারে ও সামাজিক খাতে বরাদ্দ বৃদ্ধি করতে পারে,' বলে যোগ করেন দেবপ্রিয়।
তিনি আরও বলেন, 'বাজেট হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যেন প্রান্তিক জনগোষ্ঠী এর সুবিধা পেতে পারে।'
Comments