বর্ধিত ঢাকায় জিডিপির ১০ শতাংশ অতিরিক্ত খরচ: সমীক্ষা

ঢাকার অতিরিক্ত বৃদ্ধি সার্বিকভাবে নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতি বছর এই ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ থেকে ১০ শতাংশ।
constraction_2dec21.jpg
ছবি: প্রথম আলোর সৌজন্যে

ঢাকার অতিরিক্ত বৃদ্ধি সার্বিকভাবে নগর উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতি বছর এই ক্ষতির পরিমাণ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ থেকে ১০ শতাংশ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উন্নয়ন বিষয়ক বার্ষিক সম্মেলনে (এবিসিডি) এ পরিসংখ্যান তুলে ধরা হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিআইডিএস ঢাকার লেকশোর হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। আগামীকাল ৩ দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের কর্মকর্তা আহমাদ আহসান গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, 'সরাসরি খরচের সঙ্গে যুক্ত হয়ে সার্বিকভাবে এই অতিরিক্ত বৃদ্ধির কারণে খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়।'

আহসান জানান, দেশের বেশির ভাগ অর্থনৈতিক কার্যক্রম ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে সার্বিকভাবে দেশে নগর উন্নয়ন স্থবির হয়ে আছে। এই বিষয়টির সমাধান করার জন্য অন্যান্য শহর ও অঞ্চলের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।

উন্নয়নের বিভিন্ন অবস্থানগত মাত্রা বিষয়ক অধিবেশনে আহসান বলেন, 'সরকারি সেবার মান এবং বিনিয়োগের পরিবেশকে আরও ভালো করতে হবে।'

তিনি নীতি-নির্ধারকদের অর্থনৈতিক কমিশন গঠনের মাধ্যমে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া চালুর সুপারিশ করে বলেন, 'নগর প্রশাসনের হাতে নীতি-নির্ধারণী ক্ষমতা দিন। বিকেন্দ্রীকরণ সংক্রান্ত আইন বাস্তবায়ন করুন।'

তিনি নগর উন্নয়ন, প্রবৃদ্ধির জায়গাগুলো ও নীতিমালা নিয়ে গবেষণা করার সুপারিশ করেন। আহসান বলেন, 'এগুলো সহজেই সমাধানযোগ্য সমস্যা। তথ্য ও গবেষণায় আমাদের আরও বিনিয়োগ প্রয়োজন।'

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেন জানান, ঢাকার অতিরিক্ত বৃদ্ধি ও অর্থনৈতিক খরচের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'নীতি-নির্ধারকদের উচিত একে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago