বন্যাকবলিত এলাকায় বিশেষ সেবার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বন্যাকবলিত এলাকায় বিশেষভাবে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক

বন্যাকবলিত এলাকায় বিশেষভাবে ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত এলাকার যেসব শাখা, উপশাখায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সেসব শাখার কার্যক্রম বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বন্যা পরিস্থিতির উন্নতি হলে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা-উপশাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Waterlogged road or a death trap?

4, including 3 of a family, electrocuted to death in Mirpur

3h ago