ব্যাংকগুলোকে বিদ্যুতে ২৫, জ্বালানিতে ২০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ

সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ ও জ্বালানি খাতে ২০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক

সরকারের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বিদ্যুৎ খাতে ২৫ শতাংশ ও জ্বালানি খাতে ২০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়, পেট্রোল, ডিজেল, গ্যাস, ওয়েল ও লুব্রিকেন্টের জন্য বরাদ্দকৃত অর্থের ২০ শতাংশ ব্যয় সাশ্রয় করতে হবে। 

এ ক্ষেত্রে চলতি বছরের ৬ মাসে ১০ শতাংশ ও আগামী বছরের প্রথম ৬ মাসে ১০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে বলা হয়েছে।

সাশ্রয়কৃত অর্থ অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না এবং ব্যয় কমানোর তথ্য ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments