মার্চের মধ্যে ডিএনসিসির সব কর অনলাইনে

আগামী মার্চ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর আদায়ের প্রক্রিয়া অনলাইনে করার নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি

আগামী মার্চ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর আদায়ের প্রক্রিয়া অনলাইনে করার নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেছেন, ২৮ মার্চের পর নগদ টাকা গ্রহণ ব্যবস্থা থাকবে না। সব করের টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে।

আজ বুধবার গুলশানে নগরভবনে ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মেয়র এই কথা বলেন।

তিনি বলেন, বিদেশে সবাই অনলাইনে কর দিতে স্বচ্ছন্দ বোধ করেন। আমরা এই পরিবর্তনটা আনতে চাই।

ইতোমধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইনে কর আদায় শুরু হয়েছে বলেও তিনি জানান।

করদাতাদের সহযোগিতার জন্য তিনি কর অঞ্চলগুলোতে হেল্প ডেস্ক স্থাপনের কথা বলেন।

Comments

The Daily Star  | English

'Can't wait to be home'

Says crewmember of MV Abdullah; vessel likely to reach Kutubdia tomorrow night

1h ago