লকডাউন কোনো সমাধান নয়: এফবিসিসিআই সভাপতি

ডিআরইউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ছবি: মো. আসাদুজ্জামান

দেশে আবার করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে লকডাউন না দিয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, 'বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে রপ্তানির অর্ডার রয়েছে। কাজ চলছে পুরোদমে। এ অবস্থায় যদি সরকার লকডাউনের মতো কিছু দেয় তাহলে অর্থনীতির অনেক ক্ষতি হবে। লকডাউন দেওয়া কোনো সমাধান নয়। এটা না দিয়ে আমাদের গণসচেতনা বৃদ্ধি করতে হবে। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোভিডকে সাথে নিয়ে আমাদের বাঁচতে হবে।'

তিনি আরও বলেন, 'লকডাউন দেওয়ার মতো পরিস্থিতি এখন পৃথিবীতেই নাই। এমনকি বিশ্বে কোন দেশই লকডাউনের কথা চিন্তা করছে না এখন। আমরা আশা করছি প্রধানমন্ত্রীও এখন লকডাউন দিবেন না। আগে তিনি কখনোই পুরোপুরি ইণ্ডাস্ট্রি বন্ধ করেন নাই।'

এছাড়া এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ৫০ লাখের মতো মাস্ক বিতরণের কথা জানান এই ব্যবসায়ী নেতা। সচেতনা বাড়ানোর জন্য সংগীত শিল্পী হায়দার আলীর একটি গান দ্রুত রিলিজ দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় মূল্যস্ফীতি কমাতে যেসব খাতে শুল্কহার কমানো দরকার, সেসব জায়গায় নজর দেওয়ার দাবি জানান জসিম উদ্দিন।

তিনি বলেন, 'বাংলাদেশের উন্নয়নের জন্য রাজস্ব দরকার। আমরাও চাই সরকারের রাজস্ব বৃদ্ধি পাক। আমরা এর বিরুদ্ধে না। যারা রাজস্বের বাইরে আছে, তাদের এর ভেতরে আনা দরকার। গ্রামে-গঞ্জে এমনকি মফস্বলেও অনেক রাজস্ব দেয়ার মতো মানুষ রয়েছে, তাদের এর আওতায় আনা দরকার।'  

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago