অ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্ককে পর্যটন শিল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে: শিল্পমন্ত্রী

কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। ছবি: সংগৃহীত

জাতীয় শিল্পনীতি-২০২২ এ অ্যামিউজমেন্ট পার্ক এবং থিম পার্ককে পর্যটন শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, যথাযথভাবে অনুমোদনের পর জাতীয় শিল্পনীতি-২০২২ এপ্রিল মাসে গেজেট আকারে প্রকাশ করা হবে।

আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব এমিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকসনস্ (বাপা) এর প্রতিনিধিদল শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পার্কের বিভিন্ন রাইডস ও যন্ত্রপাতি যেন নিরাপদ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

পর্যটন শিল্পে অন্তর্ভুক্ত হওয়ায় পার্কের নানা যন্ত্রপাতি আমদানিতে শুল্কছাড় পাওয়া যাবে। এছাড়া, পার্ক নির্মাণ এবং ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংকঋণ পাওয়া যাবে।

বৈঠকে বাপার প্রতিনিধিবৃন্দ জানান, বাংলাদেশে ছোট বড় মিলে প্রায় ৩০০টি অ্যামিউমেন্ট পার্ক ও থিম পার্ক আছে। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬ লাখ মানুষ কাজ করছেন।

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ বাপার সভাপতি শাহরিয়ার কামালের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, বাপার সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা, ট্রেজারার তুষার বিন ইউসুফ।

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

The repression of journalists has taken a new form since August 5, 2024.

5h ago