‘ডিজিটাল হওয়া ছাড়া বিকল্প কোনো পথ জাতির সামনে নেই’

ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ছবিটি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

তথ্যপ্রযুক্তি ক্যাডার ডিজিটাল বাংলাদেশের মূল শক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

গতকাল সোমবার রাতে অনলাইনে গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফা জব্বার বলেন, 'প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, তার বীজ বপন করেন জাতির পিতা। তিনি আইসিটি পেশাজীবীদের সরকারকে ডিজিটাল করার আহ্বান জানান। এতে জনগণ আপনা-আপনি ডিজিটাল হবে। ডিজিটাল হওয়া ছাড়া বিকল্প কোনো পথ জাতির সামনে নেই।'

বিশেষ অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, '১৫ আগস্টের চেতনাই ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী ভিশনেই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র আর দুর্নীতিমুক্ত দেশে পরিণত হচ্ছে। গভর্নমেন্ট আইসিটি পেশাজীবীরাই ডিজিটাল বাংলাদেশের অগ্রপথিক। প্রধানমন্ত্রী ও আইসিটি উপদেষ্টার চিন্তার ফসল এই ফোরাম ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে।'

মুখ্য আলোচক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বঙ্গবন্ধুর জীবন ও বাংলার মানুষের জন্য তার আত্মত্যাগ তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধুর সোনার বাংলার আধুনিক সংস্করণই ডিজিটাল বাংলাদেশ। তিনি বলেন, 'প্রযুক্তির মানবিকীকরণ হোক ১৫ আগস্টের অঙ্গীকার।'

মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি শারমিন আফরোজ বলেন, 'বিশ্ব ও মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এ হত্যাকাণ্ডের পরও বাংলার মানুষের অগ্রযাত্রা থেমে থাকেনি। এ ফোরাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত থেকে আইসিটি সংক্রান্ত সব কাজে সরকারকে সহযোগিতা করে যাবে।'

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার ও গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের মহাসচিব প্রকৌশলী রতন চন্দ্র পালের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মোনায়েম উদ্দীন চৌধুরী।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago