আয়কর রিটার্নে গরমিল, শাকিব খানের ব্যাংক হিসাব তলব
অভিনেতা শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার প্রকৃত আয় নিরূপণের জন্য ব্যাংক হিসাবের বিবরণ চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছে।
শাকিবের আয়কর রিটার্নে আয়-ব্যয়ের কিছু গরমিল থাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের এক কর্মকর্তা।
চিঠিতে এনবিআর ব্যাংকগুলোকে শাকিব এবং তার উপার্জনের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলেছে।
এ ছাড়া, ব্যাংকগুলোকে শাকিবের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, সঞ্চয়পত্রে বিনিয়োগসহ সব ধরনের হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।
পাশাপাশি, তার বৈদেশিক মুদ্রার হিসাব ও ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্যও দিতে হবে ব্যাংকগুলোকে। ব্যাংকের লকার ও ভল্টে শাকিবের সম্পদের বিষয়েও তথ্য চেয়েছে এনবিআর।
২০১৩ সালের জুলাই থেকে ২০২১ সালের জুনের মধ্যে শাকিবের লেনদেন এবং তার লকার এবং ভল্টে থাকা সম্পদের হিসাব জমা দিতে হবে ব্যাংকগুলোকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আয়কর রিটার্নে শাকিবের আয়-ব্যয়ের কিছু গরমিল আছে।
এ কারণেই এনবিআর তার প্রকৃত আয় নিরূপণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, 'এটি এনবিআরের নিয়মিত কাজ।'
একটি বাণিজ্যিক ব্যাংকের এক কর্মকর্তা ডেইলি স্টারকে জানান, তারা গত বৃহস্পতিবার এনবিআরের চিঠি পেয়েছেন। এ ব্যাপারে কাজ চলছে।
Comments