বিনিয়োগ

৯ প্রতিষ্ঠানের ৫৫ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ ৩টি জোনে ৯টি প্রতিষ্ঠান টেকনোলজি-ভিত্তিক শিল্পে ৫৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ ৩টি জোনে ৯টি প্রতিষ্ঠান টেকনোলজি-ভিত্তিক শিল্পে ৫৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

আজ বৃহস্পতিবার স্থানীয় হোটেলে প্রতিষ্ঠানগুলোকে জমি দিতে চুক্তি সই হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেকনোমিডিয়া লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, সেলট্রোন ইলেকট্রো ম্যানুফাকচারস লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ম্যাকটেল লিমিটেড, রেডডট ডিজিটাল লিমিটেড, ফেলিসিটিলবিগ ডাটা লিমিটেড ও হালিমা টেলিকম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, 'দেশের শ্রম শক্তির ৬৫ শতাংশ যুবসম্প্রদায়। তাদের বয়স ৩৫ বছরে নিচে। টেকনোলজিভিত্তিক শিল্প স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান হবে।'

Comments

The Daily Star  | English
Depositors money in merged banks

Depositors’ money in merged banks will remain completely safe: BB

Accountholders of merged banks will be able to maintain their respective accounts as before

3h ago