শেয়ারবাজার

৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে নতুন উচ্চতায় শেয়ারবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৭২ পয়েন্ট বেড়ে সাত হাজার ৫৩ পয়েন্টে পৌঁছেছে। এটি এই সূচকের সর্বোচ্চ বৃদ্ধির মাইলফলক। আজ রোববার দুপুর ২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল সাত হাজার ৫৩ পয়েন্ট। বিনিয়োগকারীদের আস্থা ফেরায় দিনের শুরুতেই সূচক বাড়তে থাকে।
ছবি: সংগৃহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ৭২ পয়েন্ট বেড়ে সাত হাজার ৫৩ পয়েন্টে পৌঁছেছে। এটি এই সূচকের সর্বোচ্চ বৃদ্ধির মাইলফলক। আজ রোববার দুপুর ২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল সাত হাজার ৫৩ পয়েন্ট। বিনিয়োগকারীদের আস্থা ফেরায় দিনের শুরুতেই সূচক বাড়তে থাকে।

সূত্র জানিয়েছে, আজ মোট ২৩৪টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১০টির। অপরিবর্তিত রয়েছে ৩১টি শেয়ারের দাম। মোট দুই হাজার ১৯৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
 
বাজার বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকে আমানতের সুদ হার কম থাকায় সাধারণ বিনিয়োগকারীরা শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন। করোনা মহামারির মধ্যে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

তবে কিছু শেয়ারের দাম ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে এসেছে। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

3h ago