সেরা করদাতা লতিফুর রহমান, শাহনাজ রহমান, মাহফুজ আনাম ও মতিউর রহমান

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান আবারও সেরা করদাতা হয়েছেন। ২০১৯-২০ অর্থবছরের সেরা করদাতা আরও হয়েছেন তার স্ত্রী ও ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান।

পাশাপাশি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাংবাদিক শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন।

ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমান

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা প্রতিষ্ঠান হয়েছে ট্রান্সকম গ্রুপের মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সক্রাফট লিমিটেড।

মাহ্‌ফুজ আনাম, সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার

প্রয়াত লতিফুর রহমানকে জ্যেষ্ঠ নাগরিক শ্রেণিতে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তার স্ত্রী ট্রান্সকম গ্রুপের বর্তমান চেয়ারম্যান শাহনাজ রহমান নারী করদাতা শ্রেণিতে এই সম্মাননা পেতে যাচ্ছেন।

মতিউর রহমান, সম্পাদক ও প্রকাশক, প্রথম আলো

সেরা করদাতা হিসেবে এনবিআর তাদের কর কার্ড সম্মাননা দেবে।

এবার বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দেবে এনবিআর। এর পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানও এই সম্মাননা পেতে যাচ্ছে। ২০২০-২১ কর বছরের জন্য এই কর কার্ড দেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Garments Factory

Some Walmart garment orders from Bangladesh on hold due to US tariff threat

Bangladesh negotiating with US to lower tariffs amid business uncertainty

26m ago