তাহসানের ঈদ ভাবনা
তাহসান রহমান খান আমাদের খুব পরিচিত আর কাছের মানুষ বলতে পারি। টিভি খুললেই তাহসানের বিজ্ঞাপন, নাটক বা গানের মিউজিক ভিডিও দেখি। ক্যারিয়ারের এ পর্যায়ে তাহসান একজন সফল মানুষ। ভক্তদের জানার আগ্রহ বরাবরই থাকে তার প্রিয় মানুষটি সম্পর্কে। ঈদ চলে এসেছে কাছে। তাই তাহসানের ঈদ ভাবনা, ভালোলাগা আনন্দধারার পাঠকদের জন্য।
তাহসান ঈদের দিনে সবচেয়ে আকর্ষণ বোধ করেন সকালের নাশতার টেবিলে পরিবারের সঙ্গে। সারা মাসের রোজার পর ঈদের দিনে সবাই একসঙ্গে বসে নাশতা করব সেটাই আনন্দের। আরো একটা ব্যাপার, ঈদের দিনে আমাদের সমাজের ধনী-গরিবের ভেদাভেদ থাকে না। আমরা এককাতারে নামাজ পড়ি। কোলাকুলি করি আমার ড্রাইভার, দারোয়ানের সঙ্গে, অন্য দিনগুলোতে তেমন হয় না। ভালো লাগে সালামি দিতে পেরে। ছোটবেলার ঈদে দেখা যেত দলবেঁধে ঘুরে ঘুরে সালামি কালেক্ট করতাম। বেশ মজার ছিল দিনগুলো! আর এখন সালামি দিতে হয়, এটাও আনন্দের। এখন ঈদে আর নতুন কাপড়ের প্রতি তেমন আকর্ষণ বোধ করি না। তেমনটা কেনাও হয় না। পাঞ্জাবি গিফট করলে সেটাই পরি। এখন কাজের জন্য প্রতিনিয়ত নতুন নতুন কাপড় পরা হয়, তাই সেসব ক্ষেত্রে ঈদের নতুন কাপড়ের আকর্ষণ নেই। এখন বাবুর জন্য শপিংয়ে ব্যস্ত থাকি।
মায়ের হাতের সেমাই আমার ঈদের পছন্দের খাবার। ঈদের বেশকিছু নাটক উপভোগ করবেন দর্শকরা বিভিন্ন চ্যানেলে। ঈদে এখন উপহার দিতে বেশি পছন্দ করি। ঘড়ি ব্যবহার করি সবসময়। ফরমাল স্যুট আমার পছন্দ। স্বাচ্ছন্দ্য বোধ করি। ডেভিড বেকহ্যামের স্টাইল আমার ভালো লাগে।
Comments