ছড়াটুন

জবর খবর

আমের দেশের মেয়ে
করল শেষে বিয়ে।
কারো তাতে ভাঙল মন
দিলে প্রাণে হলো জ্বলন।
ব্যাপারখানা বেশ জবর
ছাপা হলো নানান খবর।
খবর কি আর থামতে চায়
গড়ালো শেষে মামলায়।
কানাঘুষার অবশেষে
থামল গিয়ে আপোসে।

জানেমান

চলাতে বলাতে
পারফেক্ট হিরো সে।
নতুন জামানাতে
বাকি সব জিরো যে।
তাকে দেখে মেয়েদের
দিলে হয় ধাড়কান।
কতশত তরুণী
বলে জানেমান।

সম্রাট

কেউ বলে কিং খান
কেউ ডাকে শিকারি।
বাংলা সিনেমার
এ যুগের দিশারী।
কারো চোখে মেন্টাল
কারো কাছে সম্রাট
সিনেমায় বহু রূপ
আছে বেশ ঠাঁটবাঁট।
নায়িকার সাথে তার
অভিমান চলছে।
এই কথা মিডিয়াতে
অহরহ উড়ছে।

রূপ তার চমকায়

রূপালি সে পর্দায়
রূপ তার চমকায়।
ছলাকলা ষোলআনা
সবটুকু আছে জানা।
সিনেমায় নেই হিট
তবু মেয়ে খুব ফিট।
কত শত ছবি হাতে
নামকরা হিরো সাথে।
মায়ামাখা হাসি যার
পরীমণি নাম তার।

ভজঘট

সিনেমার বাপ্পী
ছুঁড়ে দিলো পাপ্পী।
নায়িকা কে পটাপট
তা নিয়ে ভজঘট।
ছুঁয়ে গেছে ঠিক সে যে
মানুষের মন মাঠ।
ভালোবেসে কেউ বলে
ও মাই সুইটহার্ট।

ডার্লিং ফারিয়া

চটপটাং কথা বলে
ড্যামস্মার্ট হয়ে চলে
ফেসবুক জুড়ে তার
লাখে লাখে ফলোয়ার।
প্রথম ছবি আশিকী
তা দিয়ে চলে কী?
ঢাকা আর কলকাতা
শিডিউলে ভরা খাতা।
চোখে দেখে ঝাপসা
ঈদে ছবি বাদশা।
ওগো ডার্লিং ফারিয়া
মনটা নিলা কাড়িয়া।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago