ইসরায়েল সফরে ফিলিস্তিনি নেতা আব্বাস

অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য ইসরায়েল সফর করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের সঙ্গে দেখা করেছেন তিনি।
রয়টার্স জানায়, মঙ্গলবার রাতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই ছিল কোনো ফিলিস্তিনি নেতার এই ধরনের প্রথম ইসরায়েল সফর।
আজ বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় 'আস্থা তৈরির পদক্ষেপ' হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি ব্যবসায়ীদের ইসরায়েলে প্রবেশকে সহজ করবে এমন কিছু উদ্যোগের কথা জানায়।
আব্বাস ও গান্তজের শেষ দেখা হয়েছিল গত আগস্টে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে। ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ জানান, মঙ্গলবারের আলোচনায় তারা ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত সমাধানের জন্য 'রাজনৈতিক সংলাপ তৈরির গুরুত্ব' নিয়ে আলোচনা করেছেন।
গান্তজ এক টুইটে বলেন, 'আমরা অর্থনৈতিক ও বেসামরিক পদক্ষেপের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছি, এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের মঙ্গলের জন্য নিরাপত্তা সমন্বয় বাড়ানো এবং সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধের গুরুত্বের উপর জোর দিয়েছি।'
Comments