
নিনজার মতো পোশাক পরে এক ব্যক্তি ফ্রান্সের চেরবার্গে দুই নারী পুলিশ সদস্যকে তলোয়ার দিয়ে আক্রমণ ও আঘাত করে আহত করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পরে ওই আক্রমণকারীকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আটক করে।
বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ফ্রান্সের চেরবার্গে লেক্লারক সুপার মার্কেট চেইনের একটি গ্যাস স্টেশনের কাছে স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে হামলার ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হামলাকারীর নাম ও জাতীয়তা জানা যায়নি।
পুলিশের মুখোপাত্র জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যাবে হামলাটি সন্ত্রাসবাদ সম্পর্কিত।
ওই মুখোপত্র আরও বলেন, আক্রমণকারী একটি গাড়ি চুরি করে এবং দুর্ঘটনা ঘটায়। তখন ঘটনাস্থলে থাকা দুই নারী পুলিশকে লাঞ্ছিত করে। একজনকে মুখে এবং অন্যজনকে চিবুকে আঘাত করে।
আততায়ী জাপানের ঐতিহ্যবাহী নিনজা যোদ্ধাদের স্টাইলে কালো পোশাক পরা ছিল। পুলিশ অফিসাররা তাকে তিন বার গুলি করে। এরপর গুরুতর অবস্থায় তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Comments