২০০৮ সালের পর জন্ম হলে নিউজিল্যান্ডে সিগারেট কেনা যাবে না

নিউজিল্যান্ডে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট বা অন্য কোনো তামাকজাত পণ্য কিনতে পারবে না। আগামী বছরই দেশটিতে এই নিষেধাজ্ঞা বলবত হবে।
ছবি: এএফপি

নিউজিল্যান্ডে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সিগারেট বা অন্য কোনো তামাকজাত পণ্য কিনতে পারবে না। আগামী বছরই দেশটিতে এই নিষেধাজ্ঞা বলবত হবে।

নতুন তামাকবিরোধী আইন প্রণয়নের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডা. আয়েশা ভেরাল বলেছেন, এখন যারা অল্প বয়সী তারা যেন কখনই ধূমপান শুরু না করে আমরা তা নিশ্চিত করতে চাই।

নিউজিল্যান্ডকে পর্যায়ক্রমে তামাকমুক্ত করার প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিগারেটে নিকোটিনের মাত্রা কমানোরও ব্যবস্থা নেবে দেশটির।

বিবিসি জানিয়েছে, ধূমপানবিরোধী এমন কঠোর আইন বিশ্বে এটাই প্রথম। নিউজিল্যান্ডের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দুই দিক থেকে লাভ হবে। প্রথমত, যারা ধূমপান করেন তারা এই বদঅভ্যাস ত্যাগ করবেন অথবা কম ক্ষতিকর বিকল্প পণ্য বেছে নেবেন। দ্বিতীয়ত, এখন যারা শিশু-কিশোর তারা নিকোটিনে আসক্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে।

তবে নিউজিল্যান্ড সরকারের এই উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নাগরিকরা। রয়টার্স যাদের সঙ্গে কথা বলেছে তাদের একজন বলেন, 'আমি একে স্বাগত জানাই। এখন অল্পবয়সী অনেককেই মুখে ধোঁয়া নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। তারা এটা কোথায় পাচ্ছে মানুষ জানতে চায়। আর এটা আমার নিজের জন্যও ভালো কারণ আমি আরও বেশি অর্থ বাঁচাতে পারব।'

তবে অনেকে এটাও বলছে যে এতে করে তামাক পণ্যের কালো বাজার তৈরি হতে পারে।

Comments

The Daily Star  | English

Create right conditions for Rohingya repatriation: G7

Foreign ministers from the Group of Seven (G7) countries have stressed the need to create conditions for the voluntary, safe, dignified, and sustainable return of all Rohingya refugees and displaced persons to Myanmar

3h ago