সেরা অভিনেতার পুরস্কার চঞ্চল চৌধুরীর ঝুলিতে

পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করছেন চঞ্চল চৌধুরী। ছবি: স্টার

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ এ সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরী। হইচইয়ের ওয়েব সিরিজ 'তাকদীর' এ দুর্দান্ত অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

আজ শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।

এই ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি), ইন্তেখাব দিনার (দ্বিখণ্ডিত), মনোজ কুমার প্রামাণিক (নিষিদ্ধ বাসর) এবং সিয়াম আহমেদ (মরিচীকা)।

চঞ্চল চৌধুরী থিয়েটার অভিনেতা হিসেবে অভিনয় জীবন শুরু করেন। এরপর রূপালি পর্দা ও টেলিভিশনে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে।

দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১'। দর্শক প্রিয়, সমালোচক ও একক ক্যাটাগরিতে মোট ৩১টি সাব-ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

4h ago