ওয়েব সিরিজ এবং চলচ্চিত্রে সেরা পরিচালক আশফাক নিপুণ

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ দর্শক প্রিয় বিভাগে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে সেরা পরিচালক হিসেবে ২টি পুরষ্কার জিতে নিয়েছেন আশফাক নিপুণ।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন আশফাক নিপুণ। ছবি: স্টার

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এ দর্শক প্রিয় বিভাগে ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে সেরা পরিচালক হিসেবে ২টি পুরষ্কার জিতে নিয়েছেন আশফাক নিপুণ।

ওয়েব ফিল্ম 'কষ্টনীড়' এবং ওয়েব সিরিজ 'মহানগর' এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

আজ শনিবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।

'কষ্টনীড়' প্যাকআপ ফিল্মসের একটি প্রযোজনা। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, সৈয়দ বাবু, শ্যামল মাওলা, সাবিলা নুর, ইয়াশ রোহান প্রমুখ।

হইচইয়ের এই চলচ্চিত্রের গল্প একটি পরিবারকে ঘিরে আবর্তিত হয়। পিতৃপ্রধান পরিবারটির সব সিদ্ধান্ত নেন বাবা। এই চলচ্চিত্রের প্লট খুব সূক্ষ্মভাবে সমসাময়িক রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত।

'মহানগর' সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, খায়রুল বাসার প্রমুখ।

সিরিজে ঢাকার একটি থানার ভেতরের ৭ ঘণ্টার গল্প উঠে এসেছে। যেখানে অপরাধী একজন বিশিষ্ট শিল্পপতি। সাধারণ মানুষ, সাংবাদিকসহ সবাই অপেক্ষায় থাকে সেই রাতে শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য।

বাস্তব ও পারিবারিক জীবন নাটকে চিত্রায়নের জন্য পরিচিত আশফাক নিপুণ। এক সাক্ষাৎকারে দ্য ডেইলি স্টারকে তিনি বলেছিলেন, বড় অর্জন যাদের রয়েছে তাদের নয়, বরং সমাজের পিছিয়ে থাকা ও অন্ধকারাচ্ছন্নদের গল্প বলতে আগ্রহী তিনি।

দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১'। দর্শক প্রিয়, সমালোচক ও একক ক্যাটাগরিতে মোট ৩১টি সাব-ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়েছে।

Comments