অন্যান্য খেলা

আর্চারি বিশ্বকাপের রিকার্ভ দলগত বিভাগ থেকে বিদায় বাংলাদেশের

আর্চারি বিশ্বকাপের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপটা দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে পেরে ওঠেনি তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার মিশনে লড়াইটাও করতে পারেনি রিকার্ভ পুরুষ দলগত বিভাগ। কিছুটা লড়াই করতে পারলেও হার এড়াতে পারেনি রিকার্ভ মহিলা দলগত বিভাগও।

আর্চারি বিশ্বকাপের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপটা দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে পেরে ওঠেনি তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার মিশনে লড়াইটাও করতে পারেনি রিকার্ভ পুরুষ দলগত বিভাগ। কিছুটা লড়াই করতে পারলেও হার এড়াতে পারেনি রিকার্ভ মহিলা দলগত বিভাগও।

ফ্রান্সের প্যারিসে হুন্দাই আর্চারি বিশ্বকাপের স্টেজ-৩ এর পুরুষ বিভাগে পুরুষ দল প্রথম রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে সরাসরি ৬-০ সেট পয়েন্টে জিতে দুর্দান্ত শুরু করেছিল কিন্তু রোমান সানা, সাগর ইসলাম এবং হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গঠিত দলটি। দ্বিতীয় রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্টো ০-৬ সেট পয়েন্টের ব্যবধানে হেরে যায় তারা।

দিয়া সিদ্দিক, নাসরিন আখতার এবং ফাহমিদা সুলতানার সমন্বয়ে গঠিত নারী দলটি প্রথম রাউন্ডে টাইব্রেকারে ব্রাজিলকে ২৬-২৫ ব্যবধানে পরাজিত করেছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ২-৬ সেট পয়েন্টে হেরেছে তারা।

ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে দক্ষিণ আফ্রিকার উয়ান রক্সকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন রোমান সানা। সাগর ইসলাম পুয়ের্তোরিকোর আদ্রিয়ান মুনোজকে এবং হাকিম আহমেদ রুবেল স্লোভেনিয়ার লুকা আর্নেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। তবে সুইডেনের কাজ জোবার্গের কাছে ৪-৬ ব্যবধানে হেরে গেছেন আব্দুর রহমান আলিফ।

Comments

The Daily Star  | English

‘You can’t isolate me from the people’

PM says in her speech as second session of the 12th Parliament prorogues

1h ago