ভিলিয়ার্সের তাণ্ডবের পর ৩৫৩ রানে থামল দ.আফ্রিকা
দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নেমেই নিজের সেরা ছন্দে ফিরলেন এবিডি ভিলিয়ার্স। বাংলাদেশের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন তিনি। তার ব্যাটের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের সকল প্রতিরোধ। টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৬ উইকেটে ৩৫৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ভিলিয়ার্স একাই করেছেন ১০৪ বলে বলে ১৭৬ রান। রুবেল হোসেন ৬২ রানে পেয়েছেন ৪ উইকেট।
ODI century number 25 for AB de Villiers! Puts him joint sixth in the all time century makers with the great Kumar Sangakkara. #SAvBAN pic.twitter.com/c93p7ta34x
— ICC (@ICC) October 18, 2017
Wicket. Amla departs for 85 off 92 balls. SA 226/3 as JP Duminy walks to the crease. #SAvBAN pic.twitter.com/VAXcb3xjWo
— Cricket South Africa (@OfficialCSA) October 18, 2017
ভিলিয়ার্সের ব্যাটে ঝড়
একই ওভারে পর পর দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন সাকিব আল হাসান। তবে খানিক পরই তা ম্লান করে দিয়েছেন পাঁচ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নামা এবিডি ভিলিয়ার্স। আমলাকে নিয়ে গড়া জুটি এগিয়ে যাচ্ছগে শতরানের দিকে। মাত্র ৩৪ বলে ফিফটি করে ভিলিয়ার্স এগিয়ে যাচ্ছেন আরও বড় কিছুর দিকে। আগেই ফিফটি তুলে ক্রিজে আছেন হাশিম আমলা।
Round of applause as @amlahash brings up his 34th ODI half-century! SA 125/2 after 23.1 overs. #ProteaFire #SAvBAN pic.twitter.com/pF86GhY0Q9
— Cricket South Africa (@OfficialCSA) October 18, 2017
২৯তম ওভারেই দলের রান পেরিয়ে গেছে ১৭০ এর কোটা।
সাকিবের জোড়া আঘাত
আগের ম্যাচে যেখান থেকে শেষ করেছিলেন। সেখান থেকেই যেন শুরু করছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। তবে এবার শতরানের আগেই আঘাত হেনেছেন সাকিব আল হাসান। একই ওভারে পর পর তুলে নিয়েছেন কুইন্টেন ডি কক ও ফাফ ডু প্লেসিকে।
১৮তম ওভারের তৃতীয় বলটা ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে ঠেলে দিতে চেয়েছিলেন ডি কক। কিন্তু তা ব্যাট ফাঁকি দিয়ে লাগে ডি ককের পায়ে। জোরালো আবেদন সাড়া দেন আম্পায়ার। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডি কক আউট হন ৪৬ রান করে। দুই বল পরেই ডু প্লেসিকে পরিষ্কার বোল্ড করে দেন সাকিব। কোন রান না করেই মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
টস জিতে ফিল্ডিং
দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখনো টস না হারা বাংলাদেশ আবার টস জিতেছে। আগের ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেও এবার বোলিং নিয়েছেন মাশরাফি মর্তুজা।
একাদশে ফিরেছেন তামিম ইকবাল, তাকে জায়গা দিতে বাইরে চলে গেছেন আগের ম্যাচে অভিষেক হওয়া মোহাম্মদ সাইফুদ্দিন। একাদশে পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকারও। চোটে পেয়ে ছিটকে গেছেন ডেভিড মিলার। তার বদলে সুযোগ পেয়েছেন ফারহান বেহারদিন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
Comments