পাঁচ হাজার রান ও ২০০ উইকেটে দ্রুততম সাকিব

ফাইল ছবি

ওয়ানডেতে পাঁচ হাজার রান পুরো করতে এই ম্যাচের আগে ১৭ রান দরকার ছিল সাকিব আল হাসানের। ২৭ বলেই তা তুলে নিয়ে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন তিনি। তাতে ছোঁয়া হয়ে গেছে আরও এক মাইলফলক।  বল হাতে ২০০ উইকেট হয়েছে বেশ আগেই । ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তাই পাঁচ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার হলেন  সাকিব আল হাসান। তবে ১৭৮ ম্যাচেই তা করে সবচেয়ে দ্রুততম সাকিব আল হাসানই। 

এর আগে  ৫০০০ রান ও ২০০ উইকেট নিয়ে অলরাউন্ডার নৈপুণ্যের এই ক্লাবে ছিলেন -  শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া,  পাকিস্তানের শহীদ আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের আব্দুল রাজ্জাক। তবে তাদের কেউই ২০০ ম্যাচের আগে করতে পারেননি তা। দ্বিতীয় স্থানে থাকা  ক্যালিসের লেগেছিল ২২১ ম্যাচ, জয়াসুরিয়া ২৩৫ ম্যাচ, আফ্রিদি ২৩৯ ম্যাচ আর রাজ্জাক করেছিলেন ২৫৮তম ম্যাচে গিয়ে। 

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। চোটের কারণে এই ম্যাচ না খেলা তামিম ১৭৩ ম্যাচে করেছেন ৫৭৪৩ রান। সবচেয়ে বেশি নয় সেঞ্চুরিও টাইগার ওপেনারের। বন্ধ তামিমের ঠিক পেছনেই আছেন সাকিব। 



পাঁচ হাজার রানে পৌঁছাতে ১৭৮ ম্যাচ খেলতে হয়েছে সাকিবের। এই ম্যাচের আগে তার সেঞ্চুরি সাতটি। বল হাতে এই পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। 

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago