অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় আফ্রিদির জরিমানা

ছবি: টুইটার

ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালাতে সিদ্ধহস্ত শহিদ আফ্রিদি। দ্রুত গতিতে রান তোলায় পাকিস্তানের তারকা অলরাউন্ডারের জুড়ি মেলা ভার। গাড়ি চালানোর সময়ও সেই অভ্যাস যেন পেয়ে বসল তাকে! অতিরিক্ত গতি তুলে ভেঙে ফেললেন সড়কের নির্ধারিত গতিসীমা। হাইওয়ে পুলিশ অবশ্য কোনো ছাড় দিয়ে আফ্রিদিকে করল জরিমানা।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানায়, মঙ্গলবার গাড়ি চালিয়ে লাহোর থেকে রাজধানী করাচিতে ফিরছিলেন ৪২ বছর বয়সী আফ্রিদি। এক পর্যায়ে, গতিসীমা ছাড়িয়ে যান তিনি। আইন ভঙ্গ করায় তাকে শাস্তির আওতায় আনে জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ। আফ্রিদিকে জরিমানা করা হয় ১৫০০ পাকিস্তান রুপি। নিজের ভুল স্বীকার করে নিতে দ্বিধা করেননি তিনি। মেনে নেন সাজাও।

তারকাখ্যাতি থাকলেও তাকে ছাড় না দেওয়ায় এবং সকল নাগরিককে সমান বিবেচনা করায় হাইওয়ে পুলিশের প্রশংসা করেন আফ্রিদি। পুলিশ সদস্যদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের স্বীকৃত পেজে পোস্ট করে তিনি লিখেন, 'পুলিশের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগল। আর তাদেরকে খুব পেশাদার হিসেবে দেখতে পেয়েছি আমি।'

টুইটে গতির প্রতি নিজের ভালোবাসাও তুলে ধরেন আফ্রিদি। হাইওয়ের গতিসীমা ১২০ কিলোমিটারের বেশি করার প্রস্তাবও জানান তিনি, 'এছাড়া, আমার বিনীত পরামর্শ, যেহেতু আমাদের খুব ভালো হাইওয়ে আছে, অনুমোদিত গতি ১২০ কিলোমিটারের বেশি হওয়া উচিত!'

উল্লেখ্য, ১৯৯৬ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেকের পর আফ্রিদিকে শেষবার আন্তর্জাতিক মঞ্চে দেখা যায় ২০১৮ সালে। জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি-টোয়েন্টি খেলেন তিনি। ঘরোয়া পর্যায়ে সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। চোটের কারণে গত ফেব্রুয়ারির পর আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

4h ago