ক্রিকেট

অনুশীলনে ফিরেছেন তামিম

জাতীয় দলের হয়ে আপাতত খেলা না থাকলেও তামিমের সামনে আছে একটি ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে  ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলে নিয়েছে তামিমকে।
Tamim Iqbal
রোববার মিরপুরে অনুশীলনে তামিম। ছবি: ফিরোজ আহমেদ

চোটের কারণে লম্বা সময় পুনর্বাসন শেষে মাঠের অনুশীলনে ফিরেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেটে ব্যাট করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকা এই ওপেনার।

গত ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরই টি-টোয়েন্টি না খেলে দেশে ফিরে আসেন তামিম। ছিলেন না ঘরের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজেও। এই সময় হাঁটুর চোট থেকে পুনর্বাসনের জন্য বিশ্রাম নিয়েছেন তামিম।

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

পুনর্বাসনের সময়টায় কেবল ফিটনেস ট্রেনিং করেছেন তিনি। রোববার সকালে শুরু করলেন স্কিল ট্রেনিং। মাঠে ফিরে সেন্টার উইকেটে নেটে লম্বা সময় কাটান তিনি। কয়েকজন নেট বোলার, বল থ্রোয়ার ও ট্রেনার হুমায়ুন কবির শাহীনের সহায়তা নেন তামিম। এখন থেকে নিয়মিতই তাকে স্কিল ট্রেনিং করতে দেখা যাবে বলে জানা গেছে।

পুনর্বাসনের এই সময়টা অবশ্য তামিমের জন্য ঘটনাবহুল। এই সংস্করণে লম্বা সময় ধরে তার অনুপস্থিতি এবং পারফরম্যানের কারণে  বিশ্বকাপ দলে থাকা নিয়ে তৈরি হয় নানা আলোচনা। এক পর্যায়ে গত ১ সেপ্টেম্বর  তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করে নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেন। পরে তামিমকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেন নির্বাচকরা।

জাতীয় দলের হয়ে আপাতত খেলা না থাকলেও তামিমের সামনে আছে একটি ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি আসর। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে  ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স দলে নিয়েছে তামিমকে। নেপালের লিগ খেলতে এরমধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়ে গেছেন তামিম।

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগ খেলতে ২৩ সেপ্টেম্বরই নেপাল যাওয়ার কথা তামিমের। তার আগে মিরপুরেই সারবেন প্রস্তুতি।

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

10h ago