অপেক্ষা বরং শাপেবর হয়েছে ইয়াসিরের

Yasir Ali Chowdhury
ইয়াসির আলি চৌধুরী। ছবি: ফিরোজ আহমেদ

সেই ২০১৯ বিশ্বকাপের আগে জাতীয় দলের সেটআপে এসেছিলেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। সেবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও এখনো ওয়ানডেতে অভিষেকই হয়নি তার। সম্প্রতি টেস্ট অভিষেকে আলো ছড়ানো এই ডানহাতি ব্যাটারকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ফিরিয়েছে বাংলাদেশ। এই তরুণ দ্য ডেইলি স্টারকে  জানান, পাকাপোক্ত হয়েই নামতে পারায় লম্বা অপেক্ষা তার জন্য বরং ইতিবাচক হয়েছে।

দ্য ডেইলি স্টারের মাজহার উদ্দিনের নেওয়া পুরো সাক্ষাতকার পড়ুন - 'Waiting on the sidelines was a blessing in disguise'

গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ইয়াসিরের। অভিষেকেই দেখান ঝলক। অবশ্য সেই ম্যাচেই কনকাশনের কারণে ছিটকে গিয়েছিলেন। নিউজিল্যান্ড সফরে গিয়ে চোয়ালবদ্ধ দৃঢ়তায় পান প্রথম ফিফটি।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার ইয়াসির এবার বিপিএলেও ভালো করেছেন। দলের প্রয়োজনে তার ব্যাট থেকে এসেছে ঝড়ো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়ে ডেইলি স্টারকে জানালেন, দুই বছরের অপেক্ষা বরং ইতিবাচক হয়েছে তার জন্য,  'সত্যি কথা বলতে দুই বছর সাইডলাইনে অপেক্ষা করা আমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য শাপেবর হয়েছে। দলের সঙ্গে ঘুরা, বদলি ফিল্ডার হিসেবে ক্যাচ দেওয়া আমাকে আসলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ দিয়েছে, আমি নিজেকে মানিয়ে নিতে পেরেছি। আমি এসবের মধ্যে দিয়ে যাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে একধরণে অভিজ্ঞ হয়েই নেমেছি। তামিম ইকবাল ভাই আমাকে কিছু পরামর্শ দিয়েছেন, আমি মানসিকভাবেও শক্ত হই। কাজেই এখন ওয়ানডে অভিষেক হোক না হোক খেলোয়াড় হিসেবে আমি উন্নতি করে যাব।' 

টেস্ট খেলে ফেলা ইয়াসির মনে করেন সীমিত সংস্করণে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ,  'আমি মনে করি ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মানিয়ে নেওয়া আরও চ্যালেঞ্জের। টি-টোয়েন্টিতে আপনার হাতে সময় থাকবে না, দ্রুত শট খেলতে হয়। ৫০ ওভারে আবার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইনিংস তৈরি করতে হয়। আমি এসব নিয়ে কাজ করছি, যদি সুযোগ পাই আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব।'

টেস্ট, ওয়ানডের পর বিপিএলের পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি দলেও আসার দাবি জানিয়ে রেখেছেন ইয়াসির। ২৫ পেরুনো এই ব্যাটার নিজেকে এখন সব সংস্করণে খেলতে মুখিয়ে আছেন,  'আমি আমার টেকনিকের  উপর আস্থা রাখি। আমি সব সংস্করণেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারব। ক্রিকেট ও আমার কাছে বিনোদন নয়, প্যাশনের জায়গা। আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ইনিংসের টেম্পো চেঞ্জ করে মানিয়ে নেওয়াটা জানতে হবে।'

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

6h ago