অবশেষে কলকাতার একাদশে ফিরলেন সাকিব

Shakib Al Hasan

অপেক্ষার পালা শেষ হলো অবশেষে। কলকাতা নাইট রাইডার্সের একাদশে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে নিয়ে আইপিএলের প্লে-অফে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছে ওয়েন মরগ্যানের দল।

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কলকাতা ও হায়দরাবাদ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ।

গত মে মাসে করোনাভাইরাসের কারণে ভারতের মাটিতে আইপিএল স্থগিত হওয়ার আগে কলকাতার প্রথম তিনটি ম্যাচে খেলেছিলেন সাকিব। কিন্তু বিবর্ণ পারফরম্যান্সের কারণে (ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ২ উইকেট) একাদশে জায়গা হারান তিনি। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইপিএল ফের চালু হলেও জায়গা মিলছিল না সাকিবের। অবশেষে দলটির ১৩তম ম্যাচে এসে একাদশে ফিরেছেন তিনি।

১১ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গেছে হায়দরাবাদ। তবে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট পাওয়া কলকাতা টিকে আছে দৌড়ে। নেট রান রেটে এগিয়ে থাকায় তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সমান পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস পাঁচে, রাজস্থান রয়্যালস ছয়ে ও মুম্বাই ইন্ডিয়ান্স সাতে অবস্থান করছে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ

শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ওয়েন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনীল নারাইন, টিম সাউদি, শিভাম মাভি ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ

জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধার্থ কাউল।

Comments