'অবসরে যাওয়া না পর্যন্ত বাবরের অধিনায়ক থাকা উচিত'

Babar Azam
পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর সাবেক তারকাদের প্রশংসার জোয়ারে ভাসছে পাকিস্তান। রোমাঞ্চকর ম্যাচে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমেরও বন্দনা চলছে। দলটির কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ বলেছেন, যতদিন বাবর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, ততদিন তার কাঁধে নেতৃত্ব থাকা উচিত।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আবদুল্লাহ শফিকের নৈপুণ্যে বুধবার ইতিহাস গড়ে সফরকারী পাকিস্তান। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে টেস্টের পঞ্চম ও শেষদিনে ৪ উইকেটের জয় তুলে নেয় তারা। এই মাঠে এটাই কোনো দলের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি। ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে ১৬০ রানে অপরাজিত থাকেন তরুণ ওপেনার শফিক। বাবরের অবদানও কম নয়। প্রথম ইনিংসে পাকিস্তানের চরম বিপর্যয়ে ১১৯ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫৫ রান।

স্মরণীয় জয়ের পর পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিম আকরাম ও শহিদ আফ্রিদি। সেই তালিকায় পরে যুক্ত হয়েছেন মিয়াঁদাদ। ইউটিউবে নিজের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিওতে উত্তরসূরিদের তারিফ করার পাশাপাশি আলাদাভাবে বাবরকে কৃতিত্ব দিয়েছেন তিনি, 'এই দল একটি সম্মিলিত ইউনিট হিসেবে খেলছে। আর এর কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের পাশাপাশি আমাদের এক নম্বর অধিনায়কের। সে আমাদের ক্যাপ্টেন কুল (ঠাণ্ডা মাথার দলনেতা)। সে কখনও তার মেজাজ হারায় না।'

ছবি: এএফপি

২৭ বছর বয়সী বাবর ব্যাট হাতে যেমন ছন্দে আছেন, তেমনি অধিনায়ক হিসেবেও নিজের সামর্থ্যের ছাপ রাখছেন। ১২৩ টেস্ট ও ২৩৩ ওয়ানডে খেলা মিয়াঁদাদ তার নেতৃত্বের গুণে এতটাই মুগ্ধ যে অবসরে না যাওয়া পর্যন্ত বাবরকে এই দায়িত্বে দেখতে চাইছেন, 'বাবর এখন পরিণত। খেলা থেকে অবসরে যাওয়া না পর্যন্ত তার দলের অধিনায়ক থাকা উচিত।'

অধিনায়ক বাবরের পরিসংখ্যান দারুণ ঝলমলে। তার নেতৃত্বে ১২ টেস্টের আটটিতে, ১৫ ওয়ানডের নয়টিতে ও ৪১ টি-টোয়েন্টির ২৬টিতে জিতেছে পাকিস্তান। অধিনায়কত্ব পাওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে তার ব্যাটিং গড়েরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দলনেতা হিসেবে খেলা ১২ টেস্টে বাবরের গড় ৫১.৫৭। এই দায়িত্ব ছাড়া খেলা ২৯ ম্যাচে যা ৪৫.৪৪। নেতৃত্বের ব্যাটন ছাড়া খেলা ৭৪ ওয়ানডেতে তার গড় ৫৪.১৭ হলেও অধিনায়ক হিসেবে তা ৮৩.৩০। টি-টোয়েন্টিতে অবশ্য দেখা মিলছে ভিন্ন চিত্রের। অধিনায়ক হিসেবে খেলা ৪১ ম্যাচে গড় ৪২.৩০ হলেও নেতৃত্বের পদ ছাড়া ৩৩ ম্যাচে সেটা ৪৯.৬১। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরিটি বাবর করেছেন অধিনায়ক হিসেবেই।

মিয়াঁদাদের মতে, নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করায় পাকিস্তান দলের ওপর বাবর ইতিবাচক প্রভাব রাখতে পারছেন, 'সে দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেয়। সবচেয়ে বড় ব্যাপার হলো সে নিজেই দুর্দান্ত পারফর্ম করছে। সে সামনে থেকে নেতৃত্ব দেয়। প্রায়শই, যদি কোনো অধিনায়ক পারফর্ম না করে, তাহলে সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তার জন্য ব্যর্থতা ডেকে আনে।'

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago