অর্জুনকে শচিনের কেবল ৫০ শতাংশ হতে বললেন কপিল

বিখ্যাত পিতার সন্তান হওয়ার সুবিধা যেমন আছে, অসুবিধাও বিস্তর। বাবার সাফল্যের মাপকাঠিতে মাপা হয় সন্তানকে। বাবার নামের ছায়া থেকে বেরুতে প্রচণ্ড লড়াইয়ে পড়তে হয় তাদের। শচিন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকার টের পাচ্ছেন এই প্রত্যাশার পারদ। ২২ পেরুনো এই তরুণকে একটি পরামর্শ দিয়েছেন কিংবদন্তি কপিল দেব। তাকে চাপ না দিতে সবাইকে অনুরোধ করেছেন তিনি।
আগের আসরের মতো এবারও ৩০ লাখ রুপি মূল্যে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে ছিলেন অর্জুন। কিন্তু এবারও আইপিএলে কোন ম্যাচ পাওয়া হয়নি তার। মুম্বাই টানা হারে আসর থেকে ছিটকে পড়লে খেলার সুযোগ পান হৃত্বিক সুখেন, কুমার কার্তিকিয়ার মতো আনকোরা ক্রিকেটাররা।
তবু অর্জুন থেকে যান উপেক্ষিত। মুম্বাই ইন্ডিয়ান্স কোচ শেন বন্ড আগেই জানিয়ে দেন অর্জুন খেলার সুযোগ পাবেন না এবার। কারণ তাকে আরও দক্ষতা অর্জন করতে হবে।
শচিনপুত্রের এই হাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা প্রায়ই আলোচনা করেন। বাবার সঙ্গে তুলনায় অর্জুন যে কত পিছিয়ে সেও আলাপ আসে বারবার।
কপিল দেব এসব আলোচনায় বিরক্ত। তিনি ব্যাখ্যা করে জানান বিখ্যাত বাবার সন্তান হওয়া কতটা চাপের, 'কেন সবাই তার কথা বলে? কারণ সে শচিন টেন্ডুলকারের ছেলে। শচিনের সঙ্গে তার তুলনা না করে তাকে তার খেলাটা খেলতে দেন। টেন্ডুলকার নামটার তার জন্য সুবিধা যেমন, অসুবিধারও। এরকম চাপে পড়ে ডন ব্র্যাডমানের ছেলে নিজের নাম বদলে ফেলেছিলেন। ব্র্যাডম্যান বাদ দিয়েছিলেন নিজের নাম থেকে কারণ সবাই তার কাছ থেকে তার বাবার মতো প্রত্যাশা করত।'
অর্জুনকে নিয়ে অন্য সবাইকে কথা না বলার অনুরোধ করলেও কপিল এই বাঁহাতি পেসারকে দিচ্ছেন একটা পরামর্শ, 'অর্জনকে চাপ দিবেন না। সে বাচ্চা ছেলে। সে যখন কিংবদন্তি শচিনের ছেলে আমরা তাকে বলার কে? কিন্তু আমি তাকে একটা কথাই বলব, "খেলাটা উপযোগ করে যাও। কোন কিছু প্রমাণের নেই। তুমি যদি তোমার বাবার ৫০ শতাংশও হতে পার, আর কিছু লাগবে না।" যখনই টেন্ডুলকার নামটা আসবে তখন প্রত্যাশার পারদ অনেক চড়া হয়ে যাবে।'
Comments