অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হচ্ছে ইংলিসের

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে প্রতিভাবান ও সম্ভাবনাময় জস ইংলিসের। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির একাদশে তাকে রেখেছে অজিরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে অভিষেকের স্বাদ পেতে যাচ্ছেন তিনি।
আগামীকাল শুক্রবার মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী শ্রীলঙ্কা। সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। খেলা মাঠে গড়ানোর একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী ইংলিস ব্যাট করবেন তিন নম্বরে। তার অভিষেক নিয়ে ফিঞ্চ বৃহস্পতিবার বলেছেন, 'তাকে একাদশের জন্য নির্বাচন করাটা বোঝায় যে সে গত কয়েক বছরে বিগ ব্যাশে কতটা ভালো করেছে। শুধু তা-ই নয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের মধ্যে তার সরব উপস্থিতির ব্যাপারটাও ছিল দারুণ।'
অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে আলো ছড়িয়ে দলে ফেরা বেন ম্যাকডারমট পাচ্ছেন আরেকটি সুযোগ। গত বছর অগাস্টে বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। ওপেনিংয়ে তিনি সঙ্গী হবেন ফিঞ্চের। সবশেষ বিগ ব্যাশে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ম্যাকডারমট। হোবার্ট হারিকেনসের হয়ে আসরের সর্বোচ্চ ৫৭৭ রান করেন তিনি।
লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাটিতে এই সিরিজে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। মূলত তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন ম্যাকডারমট ও ইংলিস।
নিউজিল্যান্ডকে হারিয়ে গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর প্রথমবারের মতো এই সংস্করণে মাঠে নামতে যাচ্ছে অজিরা। প্রধান কোচের দায়িত্ব থেকে জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর এই সিরিজ দিয়েই নতুন পথচলা শুরু হচ্ছে তাদের।
অস্ট্রেলিয়া একাদশ: বেন ম্যাকডারমট, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জস ইংলিস, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জস হ্যাজেলউড।
Comments