অস্ট্রেলিয়ার বেহাল দশায় মজা নিচ্ছেন মাইকেল ভন

ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়াই প্রধান প্রতিদ্বন্দ্বী। অ্যাশেজের কারণে বহু আগে থেকেই চলে দুই দলের ক্রিকেটারদের কথার লড়াই। বাংলাদেশে এসে টি-টোয়েন্টিতে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে সর্বনিম্ন রানে গুটিয়ে পড়েছে বিব্রতকর অবস্থায়। প্রতিপক্ষের এই দশায় খুব মজা পাচ্ছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। টুইট করে দিয়েছেন খোঁচা।
সোমবার রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ১২২ রান টপকাতে গিয়ে মাত্র ৬২ রানে অলআউট হয়ে যায় অজিরা। টি-টোয়েন্টিতে এটাই তাদের সর্বনিম্ন রানে অলআউটের নজির। এই বড় হারের সঙ্গে ৪-১ ব্যবধানে সিরিজ হারের বোঝা নিয়ে দেশে ফিরেছে তারা।
অস্ট্রেলিয়ার অল্প রানে গুটিয়ে যাওয়ার পর ভন টুইট করে লিখেছেন, 'অজিরা ৬২ রানে গুটিয়ে গেছে...এখন গলা ভেজানোর সময়!' অনুভূতির চিহ্ন দিয়েও তিনি বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা তার কাছে কতটা উপভোগ্য।
এবার প্রথম সারির বেশ কয়েকজন তারকা ছাড়া বাংলাদেশে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। মিরপুরের অতি মন্থর আর টার্নিং উইকেটে তাদের অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ কিছু বুঝেই উঠতে পারেনি। প্রথম তিন ম্যাচ হেরেই সিরিজ হার নিশ্চিত হয়ে যায়। চতুর্থ ম্যাচ জিতলেও শেষটা খুবই নাজুক হয় ম্যাথু ওয়েডের দলের।
Comments