আপাতত অস্ত্রোপচার লাগছে না তাসকিনের

দক্ষিণ আফ্রিকা থেকে কাঁধের চোট নিয়ে ফিরেছিলেন পেসার তাসকিন আহমেদ। ধারণা করা হয়েছিল ছুরিকাঁচির নিচে যেতে হবে তাকে। তবে স্বস্তির খবর আপাতত অস্ত্রোপচার লাগছে না তার। এমনটাই জানিয়েছেন এ পেসার।
বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গত শুক্রবার লন্ডনে যান তাসকিন। তার সঙ্গী হয়ে গিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। গত বুধবার এমআরআইসহ তিনটি পরীক্ষা করা হয় তার। আগের দিন পাওয়া রিপোর্টে ধরা পড়েনি বড় কোনো সমস্যা।
নিজের চোট নিয়ে সাংবাদিকদের তাসকিন বলেন, 'রিপোর্ট এসেছে, বড় কোনো সমস্যা নেই। টেন্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। "কনজারভেটিভ ম্যানেজমেন্ট" করবে। যেখানে আছে ইনজেকশন ও পুনর্বাসনের প্রক্রিয়া। এর মাধ্যমে ঠিক না হলে ভবিষ্যতে অস্ত্রোপচার লাগতে পারে।'
তবে সুস্থ হয়ে উঠতে ঠিক কত সময় লাগবে তা জানাতে পারেননি তাসকিন। এমনকি রিহ্যাব ঢাকায় নাকি লন্ডনে হবে সে বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
দক্ষিণ আফ্রিকা সফরে ডারবানে প্রথম টেস্ট চলাকালীন সময়ে কাঁধে অস্বস্তি অনুভব করেন তাসকিন। ইনজুরি নিয়েই কয়েক ওভার বোলিং করেন তিনি। অবস্থার অবনতি হলে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। দেশে ফিরে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগও।
Comments