অ্যান্ডারসন ফেরায় রেকর্ড গড়া ওভারটন বাদ

ছবি: এএফপি

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে অভিষেকে রেকর্ড গড়া জেমি ওভারটন জায়গা ধরে রাখতে পারলেন না। তারকা পেসার জেমস অ্যান্ডারসন ফেরায় তাকে বাদ পড়তে হলো ভারতের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ থেকে।

পরিবর্তিত সূচিতে আগামীকাল শুক্রবার বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। দুই দলের প্রথম চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল গত বছর। এরপর করোনাভাইরাসের হানায় পঞ্চম টেস্টের জন্য নতুন করে সূচি নির্ধারণ করা হয়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

খেলা মাঠে গড়ানোর আগের দিন একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফিট না থাকায় হেডিংলিতে কিউইদের বিপক্ষে খেলতে না পারা অ্যান্ডারসন ফিরেছেন। তাকে জায়গা দিতে গিয়ে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার ওভারটন।

ঘরের মাঠ হেডিংলিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের কঠিন বিপর্যয়ের মাঝে আট নম্বরে নেমেছিলেন ওভারটন। এরপর জনি বেয়ারস্টোর সঙ্গে ২৪১ রানের বিশাল জুটি গড়েন তিনি। সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও ১৩৬ বলে ৯৭ রানে থামতে হয় তাকে। ১৩ চার ও ২ ছক্কা এসেছিল তার ব্যাট থেকে।

সেঞ্চুরি না পেলেও ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকে আট নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েন ওভারটন। আগের কীর্তি ছিল লিয়াম ডসনের দখলে। ২০১৬ সালে চেন্নাইতে ভারতের বিপক্ষে অপরাজিত ৬৬ রান করেছিলেন তিনি।

বেন ফোকস করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় কিউইদের বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় স্যাম বিলিংসকে। তিনি খেলছেন ভারতের বিপক্ষেও। কারণ, ফোকসের করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ আসেনি।

ইংলিশদের একাদশে নেই আর কোনো পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে হতাশ করেন ওপেনার জ্যাক ক্রলি। তারপরও অ্যালেক্স লিসের সঙ্গী হিসেবে তিনি টিকে গেছেন একাদশে।

ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটরক্ষক), ম্যাথু পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

Comments

The Daily Star  | English

Govt decides to ban AL until completion of ICT trial

Law Adviser Prof Asif Nazrul said this at a press briefing after a special meeting of the advisory council tonight

1h ago