অ্যাশেজের ইংল্যান্ড দল ঘোষণা

ছবি: এএফপি

ক্রিকেটের প্রাচীনতম দ্বৈরথ অ্যাশেজ মাঠে গড়াবে আগামী ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য সম্ভাব্য শক্তিশালী দল বেছে নিয়েছে ইংল্যান্ড।

অ্যাশেজের জন্য রবিবার ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ও নির্বাচক ক্রিস সিলভারউড। বরাবরের মতো নেতৃত্ব থাকছে তারকা ব্যাটসম্যান জো রুটের কাঁধে।

ইংলিশ দলে যারা সুযোগ পেয়েছেন, তাদের সবারই রয়েছে টেস্ট খেলার অভিজ্ঞতা। তবে ১৭ ক্রিকেটারের মধ্যে ১০ জন প্রথমবারের মতো অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। তাদের মধ্যে আছেন সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলারও।

ইংল্যান্ড দল ঘোষণা করায় অ্যাশেজ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেল। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল ও অস্ট্রেলিয়ার কোয়ারেন্টিনে কঠোর বাধ্যবাধকতার কারণে নিয়মিত খেলোয়াড়দের অনেককেই পাওয়া নিয়ে সংশয়ে ছিল ইংলিশরা। তবে শেষ পর্যন্ত কেউই সফর থেকে নাম প্রত্যাহার করে নেননি।

উচ্ছ্বসিত সিলভারউড বলেছেন, 'ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া সফর হলো সর্বোচ্চ বিন্দু। আমি আনন্দিত যে, আমাদের হাতে থাকা সেরা খেলোয়াড়রা এই সফরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।'

১৭ সদস্যের ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জস বাটলার (সহ-অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডাউইড মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

16h ago