অ্যাশেজে বৃষ্টির দাপট

আগের তিনটি টেস্টের তিনটিতেই হেরে এরমধ্যেই হাতছাড়া হয়ে গেছে ইংল্যান্ডের। লড়াইটা তাদের জন্য এখন শুধু সম্মানের। সে লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ইংলিশরা। তবে এদিন বৃষ্টির পেটেই গিয়েছে দিনের বেশির ভাগ অংশ।
সিডনিতে বুধবার অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ১২৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।
বৃষ্টির কারণে এদিন টসই হয় আধা ঘণ্টার বেশি সময় দেরিতে। এরপর টস অনুষ্ঠিত হলে জিতে নেয় অস্ট্রেলিয়া। আগে ব্যাটিংয়ে নামে দলটি। ৪.৩ ওভার হতেই ফের নামে বৃষ্টি। তখন অজিদের সংগ্রহ বিনা উইকেটে ৮ রান। স্থানীয় সময় ১২টার দিকে ফের ম্যাচ শুরু হওয়ার পর খেলা হয় ৮ ওভার।
সাড়ে ১২টার দিকে আবার বৃষ্টি হলে খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা। এ সময় দেওয়া হয় লাঞ্চ বিরতি। ২১.৪ ওভারে ফের নামে বৃষ্টি। এ সময়ে স্বাগতিকরা ১ উইকেটে করেছিল ৫৬ রান।
এ ধাক্কায় দুই ঘণ্টার মতো খেলা বন্ধ থাকলে ফের মাঠে গড়ায় ম্যাচটি। ৪৬.৫ ওভার খেলা হলে আবার বৃষ্টি নামলে দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।
এদিন টপ অর্ডারের তিন ব্যাটারই উইকেটে থিতু হয়েছিলেন স্বাগতিকদের। তবে ইনিংস লম্বা করতে পারেননি কেউ। ডেভিড ওয়ার্নার ৩০, মার্কাস হ্যারিস ৩৮ ও মার্নাস লাবুশেন ২৮ রান করেন। স্টিভ স্মিথ ৬ ও উসমান খাওজা ৪ রানে উইকেটে আছেন।
ইংল্যান্ডের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড।
Comments