আইপিএলের নিলামে প্রথম দিনে অবিক্রিত সাকিব

আইপিএলের নিলামের প্রথম দিনে নিলামে নাম উঠলেও দল পেলেন না বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান। প্রথম দফার নিলামে ২ কোটি ভিত্তিমূল্যের সাকিবকে নিতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
শনিবার বেঙ্গালুরুরতে আইপিএলের মেগা নিলামের তৃতীয় সেটে অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম ওঠে সাকিবের। এবার এই বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি ভারতীয় রূপি। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি ১০ দলের কেউই।
প্রথম দিনে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছে না সাকিবের। নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত খেলোয়াড়দের আবারও ডাকা হলে কোনো দল প্রয়োজন মনে করলে নিতে পারে তাকে। অথবা দল গঠনের শেষ ধাপে গিয়ে দলগুলোর চাহিদাতেও কোনো খেলোয়াড়কে ফের নিলামে ডাকা হতে পারে।
গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঝলক দেখাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে সবশেষ পাঁচ ম্যাচেই সেরা হয়ে গড়েছেন ইতিহাস। কিন্তু এই পারফরম্যান্স দিয়েও আইপিএলের দলগুলোর নজর কাড়া হলো না তার।
সবশেষ আইপিএলে ব্যাটে-বলে আলো ছড়াতে ব্যর্থ হন সাকিব। ফলে একাদশে তার সুযোগ মেলেনি নিয়মিত। আট ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন মোটে ৪৭ রান, বল হাতে নিয়েছিলেন কেবল ৪ উইকেট।
Comments