আইপিএলে কোহলিদের দলে সিঙ্গাপুরের ক্রিকেটার!

ক্রিকেট ঐতিহ্য কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান বিচারে সিঙ্গাপুর অনেক পিছিয়ে থাকা নাম। তবে পিছিয়ে থাকা দেশের এগিয়ে থাকা ক্রিকেটার হয়ে দারুণ এক নজির গড়লেন টিম ডেভিড। সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে সুযোগ পেয়েছেন তিনি। তাকে দলে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নিউজিল্যান্ডের ফিন অ্যালেন বাংলাদেশ ও পাকিস্তান সফর করায় আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন। অ্যালেনের বিকল্প হিসেবেই ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ডেভিডকে দলে নিয়েছে বেঙ্গালুরু।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিঙ্গাপুরের হয়ে ১৪ ম্যাচ খেলেছেন ডেভিড। তাতে ১৫৮.৫২ স্ট্রাইকরেটে ৫৫৮ রান করেছেন তিনি। অফ স্পিন বল করে তার আছে ৫ উইকেট। ২৫ বছর বয়েসী এই ক্রিকেটার পিএসএল, সিপিএলেও খেলেছেন।
সিঙ্গাপুরের ডেভিডের শেকড় অবশ্য অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয় বংশোদ্ভুত এই ক্রিকেটারের জন্ম সিঙ্গাপুরেই। তার বাবা রড ডেভিডও সিঙ্গাপুরে ক্রিকেট খেলতেন।
তবে জন্ম সিঙ্গাপুরে হলেও ডেভিডের বেড়ে উঠ পার্থে। সেখানেই ক্রিকেটের পাঠ। খেলেছেন বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনস, পার্থ স্করচার্সের হয়েও। বেঙ্গালুরুর স্কোয়াডে সুযোগ পেলেও কারো চোট না হলে একাদশে সুযোগ পাওয়া ডেভিডের জন্য বেশ কঠিন। কারণ দলটিতে আছেন
কাইল জেমিসন, এবি ডিভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চিয়ানদের মতো তারকারা।
১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে করোনার কারণে অসমাপ্ত আইপিএলের বাকি অংশ।
Comments