আইপিএলে নতুন মাইলফলক কোহলির

এবারের আইপিএলে সময়টা বেশ বাজেই যাচ্ছিল বিরাট কোহলির। তবে টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে গুজরাট টাইটান্সের বিপক্ষে হাফসেঞ্চুরি করে ছন্দে ফেরার ইঙ্গিত দেন। সে ধারায় আগের দিন চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও খেলেছেন ৩০ রানের ইনিংস। আর এ ইনিংস খেলার পথে আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন এ ব্যাটার।
আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তো বটেই, সবচেয়ে বল খেলার রেকর্ডটিও ছিল কোহলির। তবে সে রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক এ অধিনায়ক। প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে পাঁচ হাজার বল খেলার নজির গড়েছেন তিনি।
সবচেয়ে বেশি বল খেলার তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছেন শেখর ধাওয়ান। আইপিএলে ৪৮১০টি বল খেলেছেন এ ওপেনার। এরপরই আছেন ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তিনি বল খেলেছেন ৪৪২৯টি। ৪০৬২ বল মোকাবেলা করে চতুর্থ স্থানে আছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ১৩ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৩ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
ম্যাচে এদিন আগে ব্যাটিং করতে নেমে দারুণ কিছু শট খেলেন কোহলি। অসাধারণ সব শটে সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেন তিনি। বিশেষ করে চতুর্থ ওভারের শেষ বলে সিমারজিৎ সিংকে কভারের উপর দিয়ে হাঁকানো ছক্কার কথা অনেক দিন মনে রাখবে ভক্তরা। যদিও ৩০ রানের বেশি করতে পারেননি। তবে অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে ওপেনিংয়ে নেমে দলকে দারুণ সূচনা এনে দেন তিনি।
Comments