আইপিএলে পোলার্ডের বিরল 'সেঞ্চুরি'

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের দিন চলতি মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা হারের বৃত্ত ভাঙা এ জয়ের দিনে নতুন এক কীর্তি গড়েছেন দলের অন্যতম সিনিয়র তারকা কায়রন পোলার্ড। আইপিএলে একই দলের হয়ে প্রথম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেন এ ক্যারিবিয়ান।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগের দিন চলতি মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টানা হারের বৃত্ত ভাঙা এ জয়ের দিনে নতুন এক কীর্তি গড়েছেন দলের অন্যতম সিনিয়র তারকা কায়রন পোলার্ড। আইপিএলে একই দলের হয়ে প্রথম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেন এ ক্যারিবিয়ান।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমিতে টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল মুম্বাই। দলীয় ২৬ রানে রাজস্থান শিবিরে প্রথম আঘাত হানে দলটি। পঞ্চম ওভারে হৃত্বিক শোকিনের বলে দেবদূত পাড়িক্কালের ক্যাচটি ধরেন পোলার্ড। তাতেই আইপিএলে ১০০ ক্যাচ হয় তার। উইকেটরক্ষক ছাড়া ফিল্ডার হিসেবে এমন করতে গড়তে পারেননি কেউই।

আইপিএলে অবশ্য ১০৯টি ক্যাচ রয়েছে সুরেশ রায়নার। চেন্নাই সুপার কিংস ও গুজরাট লায়ন্সের আইপিএলে মোট ১০৯টি ক্যাচ ধরেছেন তিনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৯৮টি ক্যাচ ধরেছেন। চেন্নাইয়ের হয়ে আর দুটি ক্যাচ ধরলে এ মাইলফলক স্পর্শ করতে পারতেন তিনিও।

তবে সবমিলিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে পোলার্ডকে। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৮৯টি ক্যাচ ধরেছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ধরেছেন ৭১টি ক্যাচ। সবমিলিয়ে ৯৫টি।

পোলার্ডের এমন রেকর্ড গড়ার দিনে চলতি আইপিএলে এবার প্রথম জয় তুলে নেয় মুম্বাই। রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে রাজস্থান। জবাবে চার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

14m ago