আইপিএলে ফেরার ভাবনায় স্টার্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে। ২০১৫ সালের পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে আর অংশ নেননি তিনি।
আগামী মাসে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী আসরের খেলোয়াড় নিলাম। ওই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন স্টার্ক।
বুধবার ৩১ বছর বয়সী এই গতি তারকা বলেছেন, '(আইপিএলে অংশগ্রহণের) কাগজপত্র জমা দেওয়ার জন্য আমার হাতে দুই দিন সময় আছে। তাই আজকের অনুশীলনের আগে আমি এই বিষয়ে কিছু করে ফেলতে পারি। আমি এখনও আমার নাম তালিকায় রাখিনি। তবে এটা সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমি আরও কয়েক দিন পেয়েছি। সামনে সূচি যেমনই হোক না কেন, এটা অবশ্যই আমার ভাবনায় রয়েছে। আমি ছয় বছর বা তারও বেশি সময় ধরে (আইপিএলে) নেই।'
চোটের কারণে এবং টানা খেলার ধকল থেকে মুক্ত থাকতে আইপিএলের মাত্র দুটি মৌসুমে খেলেছেন স্টার্ক। ২০১৪ ও ২০১৫ সালে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর। ২৭ ম্যাচে ৭.১৬ ইকোনমিতে তিনি নিয়েছিলেন ৩৪ উইকেট।
২০১৮ সালের খেলোয়াড় নিলামে স্টার্ককে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে তার দাম উঠেছিল ৯.৪ কোটি ভারতীয় রুপি। কিন্তু চোটে পড়ায় পরবর্তীতে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজে এখন পর্যন্ত হওয়া চার টেস্টের সবকটিতে খেলেছেন স্টার্ক। গোটা সিরিজে ১৫ উইকেট নেওয়া এই ফাস্ট বোলার হোবার্টে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও বিশ্রাম চাইছেন না।
সময়ের অন্যতম সেরা ক্রিকেটার স্টার্ক জানিয়েছেন, 'আমি ভালো অনুভব করছি। এটা পুরোপুরি নির্বাচকদের উপর নির্ভর নির্ভর করছে। আমি বিশ্রাম চাচ্ছি না। ঘরের মাটিতে অ্যাশেক সিরিজের শেষ টেস্ট এটা। আর খেলা হবে গোলাপি বলে। তাই আমি খেলতে খুবই আগ্রহী।'
Comments