আইপিএল খেলবেন না বেয়ারস্টো, মালান

আইপিএলের বাকি অংশ থেকে ব্যক্তিগত কারণে নিজেদের সরিয়ে নিয়েছেন দুই ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও দাবিদ মালান। আইপিএল খেলা অনিশ্চিত পেসার ক্রিস ওকসেরও।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের দলে ছিলেন বেয়ারস্টো। এই কিপার-ব্যাটসম্যানকে আইপিএলের বাকি অংশের জন্য পাবে না দলটি। তার জায়গায় এখনো কাউকে দলে নেয়নি সানরাইজার্স।

মালান ছিলেন পাঞ্জাব কিংস স্কোয়াডে। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানও নিজেকে সরিয়ে নিয়েছেন আইপিএল থেকে। তার বদলে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কামকে দলে নিয়েছে পাঞ্জাব।

ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় সেখান থেকেই আইপিএল খেলতে যাওয়ার কথা ছিল দুজনের। নিজেদের সরিয়ে নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণ ছাড়া বিশদ কিছু বলেননি তারা।  তবে কয়েকটি গণমাধ্যমের খবর সুরক্ষা বলয়ের ধকল ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের তারা রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা ।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের অসমাপ্ত অংশ। এর আগে এপ্রিল মাসে আইপিএল শুরু হয়েছিল ভারতে। তবে করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ করে দিতে হয় টুর্নামেন্ট। আইপিএলের এবারের আসরে সানরাইজার্সের হয়ে সাত ম্যাচে ১৪১ স্ট্রাইকরেটে ২৪৮ রান করেন বেয়ারস্টো।

এদিকে দিল্লি ক্যাপিটেলসের দলে থাকা ইংলিশ পেসার ক্রিস ওকসেরও আইপিএল খেলা অনিশ্চিত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এই তিন ক্রিকেটারই আছেন ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে। একইসঙ্গে টেস্ট দলেরও নিয়মিত মুখ তারা। বিশ্বকাপের পর অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড দল। সেখানে সিরিজের আগে লম্বা কোয়ারেন্টিনের ভেতর দিয়ে যেতে হবে ক্রিকেটারদের।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

28m ago